বড়দিন উপলক্ষে গঙ্গারামপুর থানার চাম্পাতলির দামোদর পুর ক্যাথলক মন্ডল চার্জে উপহার নিয়ে গেলেন গঙ্গারামপুর ল ক্লাক অ্যাসোসিয়েশনের নেতা অসিত মালাকারের নেতৃত্বে । চার্জে থাকা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরকে কেক আপেল, কমলা,কলা, উপহার হাতে তুলে দিলেন। চার্জে থাকা সবাই খুশি হয়েছেন এমন কাজে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বড়দিন উপলক্ষে গঙ্গারামপুর থানার চাম্পাতলির দামোদর পুর ক্যাথলক মন্ডল চার্জে উপহার নিয়ে...