স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলিগুড়ির এক কারখানায় জাতীয় পতাকা বানানোর ব্যস্ততা তুঙ্গে

0
74

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলিগুড়ির এক কারখানায় জাতীয় পতাকা বানানোর ব্যস্ততা তুঙ্গে

শিলিগুড়ি:-

৭৮ তম স্বাধীনতা দিবসে এবার পা দিতে চলেছে ভারতবর্ষ।অনেক লড়াই ও প্রাণ বলিদানের পর ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীন হয় ভারত।কেটে গিয়েছে ৭৭টা বছর।আর মাত্র কয়েকটাদিন,৭৮ তম স্বাধীনতা দিবসের।ইতিমধ্যেই বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষায় রয়েছে গোটা ভারতবর্ষ।ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে জোড় কদমে।আর স্বাধীনতা দিবসের যখন কথা হচ্ছে তখন জাতীয় পতাকার কথা হবে না তা হতেই পারে না।তাই,শিলিগুড়ির অন্যতম একটি কারখানাতে মাস কয়েক আগ থেকেই শুরু হয়ে গিয়েছে দেশের জাতীয় পতাকা তৈরির কাজ।গত বহু বছর ধরে এই কারখানায় তৈরি হয়ে আসছে দেশের জাতীয় পতাকা।সেলাই থেকে রং সবটাই করা হয় এই কারখানায়।প্রত্যেকবছর প্রায় ৫ থেকে ১০ হাজার পিস বানানো হয় এই কারখানায় পতাকা এবং সেই সমস্ত পতাকা শিলিগুড়ির শুধু খুচরো বাজারেই নয় বরং পাহাড়েও পাড়ি দেয়।দার্জিলিং,সিকিম,গ্যাংটক,ভুটান সমস্ত জায়গা থেকে পাহাড়বাসীরা এসে দেশের জাতীয় পতাকা নিয়ে যান স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে।বেশ ভালো বিক্রি হয় প্রত্যেকবছর।তবে এবার স্বাধীনতা দিবসের আগে একটু ভাটা পড়েছে বিক্রিতে।৫ থেকে ১০ হাজার পিস বানানো হলেও অনেকটাই বেঁচে রয়েছে এখনো।কারণ হিসেবে কারখানার কারিগররা জানান,আবহাওয়ার খামখেয়ালিপনা মূলত এর পিছনে দায়।কেননা গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেড়ে ধস নেমেছে একাধিক পাহাড়ি রাস্তায়।যার দরুন প্রত্যেকবছরের মতো পাহাড়বাসীরা এখনো সেরূপ জাতীয় পতাকা কিনতে শহরে আসেন নি।তাই অনেকটাই থমকে রয়েছে কেনাবেচা।তবে অপরদিকে প্রত্যেকবছরের মতো এবছরও ভালো বিক্রি হবে বলে আশা করছেন কারখানার কারিগররা।কারণ এখনো হাতে রয়েছে ৪দিন।ইতিমধ্যেই পাহাড়ি রাস্তা পরিষ্কার হতেও শুরু হয়েছে।তাই আগামী ৪দিনে পাহাড়বাসীরাও প্রত্যেকবছরের মতো জাতীয় পতাকা কিনতে আসবেন বলেই মনে করছেন কারখানার কারিগররা।তাই বিক্রির কথা এখন না ভেবে শেষ অবশিষ্ট কাজ সমাপ্ত করতে চলছে জোড় কদমে ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরির কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here