বিহারের বারসই সংলগ্ন এলাকায় রেলের ২৫ হাজার বিদ্যুৎতের তার ছিড়ে পড়ায় রাধিকাপুর – বারসই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো।এরফলে কালিয়াগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে পরলো ০৫৭২৭ ডাউন রাধিকাপুর- কাটিহার পেসেঞ্জার ট্রেন দীর্ঘক্ষণ ধরে আটকে রয়ছে।ট্রেন আটকে পড়ায় খুব সমস্যায় পড়ছে ট্রেনের যাত্রীরা।একদিকে গরম পাশাপাশি যাত্রীরা ট্রেনের টিকিট কাটায় ফলে সমস্যায় পড়েছে।অনেকে বাধ্য হয়ে সড়ক পথেই নিজেদের গন্তব্য স্থলে রওনা দিয়েছে কারণ কখন ট্রেন ছাড়বে রেল কর্তিপক্ষ বলতে পারছে না।অপরদিকে কালিয়াগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মণ বলেন বিহারের বারসই সংলগ্ন এলাকায় রেলের ২৫ হাজার বিদ্যুৎতের তার ছিড়ে পড়ার কারণে কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর – কাটিহার ০৫৭২৭ ডাউন পেসেঞ্জার ট্রেনটি আটকে রয়েছে।বিদ্যুৎতের তার সংস্কার হবে তার পড়েই ট্রেন ছাড়বে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ২৫ হাজার বিদ্যুৎতের তার ছিড়ে পড়ায় রাধিকাপুর – বারসই রেল যোগাযোগ বিচ্ছিন্ন...