মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সংবাদমাধ্যমে এমনি মন্তব্য করলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস

0
125

শিলিগুড়ি:-

মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সংবাদমাধ্যমে এমনি মন্তব্য করলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এদিন চোপড়া যাওয়ার উদ্দেশ্যে বাগডোগরা বিমানবন্দরে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল। সেখান থেকে সড়ক পথে তিনি শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে যান। সেখানে কোচবিহারে নির্যাতিতা মহিলা যাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে সেই মহিলা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে দেখা করার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার। হিংসা এবং হিংসা ছাড়া সৃষ্টি করছে তাদেরকে সমর্থন করছে রাজ্য সরকার। তা মেনে নেওয়া যায় না কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তিনি এখানে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here