মধুচক্রের আসর থেকে তিন মহিলা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

0
269

শিলিগুড়ি:-

মধুচক্রের আসর থেকে তিন মহিলা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।দীর্ঘদিন ধরেই হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা।নজরদারি ছিল আগে থেকেই।তবে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিল এনজেপি থানার পুলিশ।যেমনটা ভাবনা ঠিক তেমনটাই করল গত শনিবার রাতে।যখন সবাই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে মাতোয়ারা ছিল ঠিক তখন চলছিল ঠাকুরনগরের একটি হোটেলের ঘরে দেহ ব্যবসা।গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঠাকুরনগরের ওই হোটেলে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।হাতেনাতে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয় তিন মহিলা ও সুমন কুমার চৌধুরী,রিতেশ কুমার,ও
রাজীব রঞ্জনকে।এরা তিনজনই পূর্ণিয়া বিহারের বাসিন্দা।ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here