ভারত-ভুটান সীমান্তে এসএসবি ও আবগারি বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ভুটানের মদ, বিয়ার ও দু’টি সাইকেল
কুমারগ্রাম ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম বনবস্তি এলাকায় যৌথ অভিযানে অবৈধ ভুটানের মদ ও বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ ও এসএসবি। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি সাইকেল। জানা গিয়েছে, শনিবার রাতে ওই যৌথ অভিযান চালায় এসএসবির কালীখোলা বিওপি এবং আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। অভিযানের সময় এসএসবি ও আবগারি কর্মীদের দেখে সাইকেল এবং অবৈধ মদ ও বিয়ার ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভুটান থেকে অবৈধ মদ ও বিয়ারের বোতর গুলি সাইকেলে করে ভারতে নিয়ে আসা হয়েছিল। অভিযানে ৩৬ লিটার ভুটানের মদ এবং ৪৬ লিটার ভুটানের বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে বলে আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল।