বেহাল নিকাশি ব্যবস্থা বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি

0
165

আলিপুরদুয়ার:- বেহাল নিকাশি ব্যবস্থা বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি। বর্ষায় জলে ভাসে ওই হাট চত্ত্বর। পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা না থাকার দরুন প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে গরু ব্যবসায়ীদের। জানা গিয়েছে, জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গরুহাটি। শতাব্দী প্রাচীন এই হাটটিতে সপ্তাহের প্রতি শনিবার গরু বিক্রি ও ক্রয় করতে ওই হাটে আসেন জেলার দূরদূরান্তর থেকে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অভিযোগ, বহু প্রাচীন ওই গরুহাটিতে বৃষ্টি হলেই প্রচুর জল জমে যায়। কোনোরূপ পরিকাঠামো নেই এই হাটে।এই অবস্থায় গরু বেচাকেনা প্রায় অসম্ভব হয়ে পরেছে। সংসার তো চালাতে হবে, এই ভেবে পেটের দাঁয়ে ওই জলের ওপরে দাঁড়িয়ে থাকেন গরুহাটিতে আসা ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, দ্রুত ওই গরুহাটির জলনিকাশি পরিকাঠামো ঠিক করে রক্ষা করা হোক শতাব্দী প্রাচীন ওই হাটটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here