রেমালের প্রভাব মানিকচকে। খেয়া পারাপার নৌকা লঞ্চ চলাচল বন্ধ। প্রশাসনের সতর্কতা অনুযায়ী খেয়া পারাপারের নৌকা লঞ্চ বন্ধ রেখেছেন মাঝিরা। রেমালের হালকা প্রভাব দেখা দিয়েছে বলে জানাচ্ছেন মাঝিরা। রবিবার রাতে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল। সোমবার সকালেও হালকা ঝোড়ো হওয়া এবং ঝিরঝিরে সামান্য বৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে বারবার নজরদারি চালানো হচ্ছে মানিকচক ঘাটে। যাতে রেমালের প্রভাবে কোন ও ঘটল না ঘটে। নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে।