কোচবিহার মহিষবাথান এলাকায় ব্যবসায় বন্ধ রেখে জেলা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ব্যবসায়ীরা

0
117

কোচবিহার:- কোচবিহার মহিষবাথান এলাকায় ব্যবসায় বন্ধ রেখে জেলা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ব্যবসায়ীরা । তাদের দাবি পূর্ণবাসন দিয়ে তাদের দোকান উচ্ছেদ করা হোক। কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের সামনে দীর্ঘদিন ধরে প্রায় ৭০ থেকে ৮০ টি দোকান করছে । তবে গত শনিবার হঠাৎ ই জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহার সদর মহকুমা শাসক দোকান উচ্ছেদ করতে আসেন সেই সময় ব্যবসায়ীরা সদর মহকুমা শাসক ঘিরে বিক্ষোভ দেখান। সোমবার আবার দোকানদাররা পরিবহন গেটের সামনে বিক্ষোভ করে আন্দোলনে শামিল হন । তারা বলেন, এই ভাবে তাদের দোকানগুলো উচ্ছেদ করে দিলে তারা আগামী দিনে পথে বসতে হবে । তাদের পূর্ণবাসন দেওয়া হোক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন যাবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here