হাতির হানায় মৃত্যু মহিলার। ঘটনায় ব্যাপক উত্তেজনা

0
142

জলপাইগুড়ি:-

হাতির হানায় মৃত্যু মহিলার। ঘটনায় ব্যাপক উত্তেজনা। বনকর্মীদের ঘিরে বিক্ষোভ এবং শারীরিক নিগ্রহ করার অভিযোগ,বনদফতরের গাড়ি ভাঙচুর।জলপাইগুড়ির নোধাবাড়ির ঘটনা। মৃত মহিলার নাম বিউটি রায়( ২৬)
বৈকুন্ঠপুর বনাঞ্চল লাগোয়া এই নোদাবাড়ি জঙ্গল। ওই জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে জনবসতিও। একটি দলছুট বুনোহাতি দিনকয়েক ধরেই জঙ্গল সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে। গরমের সময়ে দলছুট হাতিরা এমনিতেই “মস্তি”তে থাকে অর্থাৎ উত্তেজিত থাকে। শুক্রবার দুপুরে নোধাবাড়ি এলাকার বিউটি রায় সহ জনা পাঁচেক মহিলা জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যায়। আচমকাই তাদের সামনে হাজির হয় দলছুট হাতিটি। অন্য মহিলারা পালাতে পারলেও, হাতির একেবারে সামনে পড়ে যান বিউটি রায়। হাতি শুড়ে তুলে মাটিতে আছাড় মারে ওই মহিলাকে। এদিকে পালিয়ে যাওয়া মহিলার গ্রামে গিয়ে খবর দেয়। এলাকার লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। কিন্তু দলছুট বুনো সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় গ্রামবাসীরা মহিলার দেহের কাছে ঘেষতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান বনদফতরের বৈকুন্ঠপুর ডিভিশন এবং বেলাকোবা রেঞ্জের বনাধিকারিক এবং বনকর্মীরা। হাতিটি ততক্ষণে সেখান থেকে সরে পড়েছে। ততক্ষণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাতি চলে যাওয়ার পর বনকর্মীরা দেহ সরাতে গেলে গ্রামবাসীরা তাদের বাধা দেয়। বনকর্মী এবং বনাধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। বনকর্মী এবং বনাধিকারিকদের শারীরিক নিগ্রহ করে উত্তেজিত জনতা বলে অভিযোগ। বনদফতরের দুটি গাড়ি ভাঙচুর করা হয়, একটি গাড়ি উলটে দেওয়া হয়। গ্রামবাসিদের অভিযোগ, এলাকায় নিত্যদিন হাতির তাণ্ডব লেগে রয়েছে, কিন্তু পর্যাপ্ত নজরদারি করে না বনদফতর। বনদফতরের গাফিলতির জন্যই হাতির হানায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের।
বিক্ষোভ সামলাতে ভোরের আলো থানা এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ আসে। তারাও বিক্ষোভের মুখে পড়ে। খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদমাধ্যমের কর্মীদেরও বাধা দেয় উত্তেজিত জনতা। বিকেলে কোনোরকমে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বনকর্মীরা। বনবিভাগের বৈকুন্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তির্কি জানিয়েছেন, গ্রামবাসীদের আক্রমণে চারজন বনকর্মী আহত হয়েছে এবং দুটি গাড়িও ভাঙচুর হয়েছে। তার দাবি, গ্রামবাসীদের অভিযোগ সত্য নয়, নিয়মিত ওই এলাকায় নজরদারি চালায় বনকর্মীরা। আজ দুর্ঘটনা পর দ্রুততার সাথে মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এর ব্যাবস্থাও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here