হাইকোর্টের ভুয়ো বিচারপতির পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে দোষী সাব্যস্ত এক আইনজীবীকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশিত দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। পাশাপাশি ওই আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারণে নির্দেশ দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। এমনই তথ্য জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। তিনি জানিয়েছেন গত
২৬/৭/ ২০২০ তারিখে হরিরামপুর থানায় এক আধিকারিক অভিযুক্ত চন্দন মন্ডলের বিরুদ্ধে হাইকোর্টের ভুয়ো বিচারপতির পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ দায়ের করে, সেই ঘটনায় হরিরামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলে দীর্ঘদিন ধরে ওই মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ফাস্ট কোর্টের বিচারক সন্তোষ পাঠকের এজলাসে দীর্ঘদিন চলার পর গতকাল ওই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ওই দোষী ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা ফাইন অনাদায়ে আরো এক বছরের নির্দেশ দিয়েছে আদালত বলে জানিয়েছেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর হাইকোর্টের ভুয়ো বিচারপতির পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে...