বংশীহারী থানার জাম বাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, শোকাহত পরিবার -ঘটনা তদন্তে পুলিশ গঙ্গারামপুর ৮মে দক্ষিণ দিনাজপুর।মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জামবাড়ী এলাকায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের আত্মীয় পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকদের নাম অমিত দাস (২৬) ও সুরজিৎ মণ্ডল (২৪)। তাদের দুই জনের বাড়ি বুনিয়াদপুর শহরের ২নম্বর নম্বর ওয়ার্ডের বড়াইল বড়ইল এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে,অমিত দাস দোকান ব্যাবসায়ী ও সুরজিৎ মণ্ডল রঙের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দশ দিন আগে বাইক কিনেছিল সুরজিৎ। সোমবার রাত্রি ৯ টা নাগাদ সেই বাইকে তেল ভরানোর উদ্দেশে বেরিয়েছিল দুই যুবক বন্ধু। জামবাড়ি পেট্রল পাম্পে তেল ভরিয়ে বাড়ি ফেরার পথে বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরের দিকে একটি পিকআপ ভ্যানগাড়ি সামনে চলে আসে বাইক আরোহীরা। ঘটনায় মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের সঙ্গে ওই গাড়ির। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের বলে পুলিশ জানিয়েছে। যদিও এলাকার লোকজন ঘটনার বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত দুইযুবককে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রসিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা কমল মালাকার ও চন্দন সরকারেরা জানিয়েছেন ,বাইক নিয়ে তেল ভরতে গিয়েছিল বংশীহারী জমবাড়ি এলাকায় ওই দুই যুবক। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাইক এর সঙ্গে পিকআপ ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক জানান ,দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর।তাদের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড বড়াইল এলাকায়। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন,মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।