সাতসকালে আগুন পুড়ে ছাই কুড়িটি দিনমজুরের বাড়ি,সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে নদীর পাড়ে বসবাস শুরু করেছে পরিবারগুলি
মালদার হরিশ্চন্দ্রপুর,২২ এপ্রিল, সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবার এর বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়।ঘটনার জেরে বাড়িঘর, আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনের পুড়ে ছাই হয়ে গিয়েছে।পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের উপর আশ্রয় নিয়েছে।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে।নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে।সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরো কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র ও খাদ্যশস্য সহ
প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পর্যন্ত পাননি স্থানীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা।এমনকি আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন নিভাতে ব্যর্থ হন।খবর দেওয়া হয় তুলসিহাটা দমকলে।প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই গ্রামটির পরিবার
শ্রমিকের কাজ করে।এলাকার অধিকাংশ পুরুষ-মহিলা ভিন রাজ্যে কাজ করে। তাদের নিজস্ব কোন জায়গা নেই।সরকারি জায়গায় কোনরকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছেন। এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন।
খবর পেয়ে সরজমিন ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও তাপস পাল।তিনি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে ।