মধুকৃষ্ণ ত্রৈদশী তিথিতে শিব্বাড়ী পুনর্ভবা নদীতে বারুনী পূর্ণস্নান মেলা আয়োজিত হচ্ছে, মেলা চলবে ৪দিন ধরে
গঙ্গারামপুর ৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ-আদালতের নির্দেশে বহু দিনের পুরনো মেলা করার আদেশ এল বারুনি মেলা কমিটির হাতে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ী বারুনী পূর্ণস্নান মেলা কমিটি মধুকৃষ্ণ ত্রৈদশী তিথিতে এলাকার সকলকে নিয়ে সেই মেলা করছে বলে কমিটির কর্মকর্তরা জানিয়েছেন। ৪দিন ধরে চলবে মেলাও জানালেন কমিটির সদস্যরা। দেরিতে হলেও ফের গঙ্গারামপুর শহরের ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ী পুণর্ভবা নদীতে বারুনী পূর্ণস্নান মেলা হচ্ছে শুনেই সকলেই সাধুবাদ জানিয়েছেন। | গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়িতে ঐতিহাসিক বারুণী স্নানের মেলা ঠিক কত বছরের তা অনেকেরি অজানা রয়েছে। সারা বছর জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকার পুনার্থীরা স্নান করার পাশাপাশি বিরাট মেলার এই দিনটি কবে আসবে তাঁর অপেক্ষায় বসে থাকে দর্শনার্থীরা। মধুকৃষ্ণ ত্রিদেশী তিথিতে শিববাড়ির বারুণী স্নান ও মেলাকে ঘিরে রয়েছে বানবাজার ইতিহাস বলে সূত্রে খবর। বারুণী স্নানের মেলা বেশ কয়েক বছর ধরে শিববাড়িতে ঐতিহাসিক শিববাড়িতে বারুণী স্নানের মেলাটি যে এবছর কোন অসুবিধে না হয় তাঁর ওয়ার্ডের বিশিষ্টজনেদের সঙ্গে নিয়ে আলোচনা করে একটি মেলা পরিচালন কমিটি তৈরি করে দেওয়া হয়। তারাই সেই কমিটির মাধ্যমে এখন থেকে প্রতি বছর মেলা পরিচালনা করবে বলে সিধান্ত নেওয়া হয়। শনিবার ভোর থেকে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শিববাড়িতে বারুণী স্নানের মেলাতে গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু দুরদুরান্ত থেকে পুনার্থীরা ভিড় করতে থাকে, স্নান সারেন পূণর্ভবা নদীতে।মেলা কমিটির তরফে গঙ্গারামপুর পৌরসভা থেকে দেওয়া পুনার্থীদের জন্য জল, থেকে শুরু করে আলোবাতির ব্যবস্থা করে দেওয়া হয় মেলাতে আসা সকল দর্শনার্থীদের সুবিধায়। এবছরও বাইর থেকে শিববাড়ি স্নানের মেলাতে এসেছে নাগরডোলা, কচিকাচাদের জন্য বিনোদনের জন্য বহু জিনিশপত্র। বসেছে বহু মনোহরির কেনাকাটার দোকানও। স্নান সারার পাশাপাশি দশনার্থীরা ঐতিহাসিক বাণরাজার শিব মন্দির সহ বহু দর্শনীয়স্থান ঘুরে দেখেন। ঘুরে দেখেন দর্শনার্থীরা বাণগড়ের বহু অংশও। বেলা বাড়তেই দশনার্থীরা মেলাতে কেনাকাটার জন্য ভিড় করতে থাকেন। যা আগামী কয়েকদিন ধরে শিববাড়ির এই মেলা চলবে বলে যানা গিয়েছে। গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ড কাউন্সিলার তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, স্থানীয়দের কমিটি তৈরি করা সকলকে নিয়ে কয়েকদিন ধরে চলবে মেলা। এই মেলার বহু ইতিহাস রয়েছে। সকলে মিলে মেলাটি সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশাবাদী। মেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দে ও কোষাধক্ষ্য সমীর চক্রবর্তী জানিয়েছে, সকলকে সঙ্গে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে। কয়েকদিন ধরে মেলা চলবে। সকলেই আলাদা আনন্দ পাবে এখানকার মেলাতে আসার ফলে বলে মনে হচ্ছে।শনিবার ভোর থেকে পূর্ণস্নান ও মেলা ৪দিন ধরে চলবে।
আগামী কয়েকদিন ধরে শিববাড়িতে বারুন স্নানের এই মেলা চলবে। মেলাতে আসা সকলের সুবিধার জন্য প্রশাসনের পাশাপাশি কমিটি সহযোগীতা করবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মধুকৃষ্ণ ত্রৈদশী তিথিতে শিব্বাড়ী পুনর্ভবা নদীতে বারুনী পূর্ণস্নান মেলা আয়োজিত হচ্ছে, মেলা...