বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবারে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বালুরঘাট, ৩১ জানুয়ারী ——— বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিবে বন দপ্তর। অন্যদিকে পাহাড়ের পরীক্ষার্থীরা যাতে শীতে ঠিক মতো পরীক্ষা দিতে পারে তার জন্য পরীক্ষার হল গুলিতে রুম হিটার রাখা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বালুরঘাট সার্কিট হাউস থেকে বেরিয়ে হেলিকপ্টারে মালদার উদ্দেশ্যে রওনা হবার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এমনই বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় সংবাদ মাধ্যমের দ্বারা সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দুই দিনাজপুরে প্রশাসনিক সভা সারতে হেলিকপ্টারে করে দুদিনের সফরে বালুরঘাটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা সেরে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন তিনি। বুধবার সেখান থেকে ফের হেলিকপ্টারে করে মালদার উদ্দেশ্যে রওনা হান তিনি। যেখানে যাবার আগে বালুরঘাট সার্কিট হাউস থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে পায়ে হাটেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে চরবার আগেই সাংবাদিক মুখোমুখি হয়ে প্রথমে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন তিনি। এরপরেই বনাঞ্চলের ও পাহাড়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেবার কথাও ঘোষণা করেন তিনি।