বংশীহারী থানার পুলিশ দুইজন খুনের আসামিকে গ্রেফতার করল        

0
1772
                                                 গঙ্গারামপুর 23 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।বড়ো সড় সাফল্য দক্ষিণ দিনাজপুর বংশীহারী থানার পুলিশের। দুইজন খুনের আসামিকে গ্রেফতার করলো বংশীহারী থানার পুলিশ।
বৈষ্ণবনগর এলাকার এক সবজি ব্যাবসায়ী প্রভাস সরকার কে খুন করে স্ত্রী সহ বৈষ্ণবনগর এলাকার কয়েক জন। ১১ ই অক্টোবর বুধবার  ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের এক নম্বর ওয়ার্ড নারায়ণপুর বেলকুড়িয়া এলাকায়। খবর পেয়ে ছুটে যায় বংশীহারী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেন। খুনের ঘটনায় দুই অভিযুক্ত কে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছিলেন। পলাতক ছিল
মূল দুই অভিযুক্ত আব কালাম বয়েস ৩৪ ও রইসুদ্দিন শেখ বয়েস ৪৫। এদের দুই অভিযুক্তর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। বংশীহারী থানার আইসি মানোজিত সরকার সহ তদন্তকারী অফিসার আসিরুল হোকের প্রচেষ্টায় শনিবার ভোরে বৈষ্ণবনগর এলাকা থেকে দুই মূল খুনের আছিযুক্তকে গ্রেফতার করা ও বংশীহারী থানায় নিয়ে আসা হয়। শনিবার নির্ধারিত ধারায় মামলা দিয়ে এই দুই অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠান পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সবজি ব্যাবসায়ী প্রভাস সরকার কে খুন করেছেন টাকা সহ মেয়ে সংক্রান্ত ঘটনার কারণে।
       এবিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিত সরকার জানিয়েছেন তদন্ত কারি অফিসার আসীরুল হকের দীর্ঘ প্রচেষ্টায় এই দুই মূল খুনের আসামিকে বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে দুই অভিযুক্তকে গঙ্গারামপুর আদালতে হাজিরা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here