শিলিগুড়ি:-
এত বড় সাফল্য সম্ভবত সম্প্রতিকালে কোন থানার পুলিশের কপালেই জোটেনি।সত্যিই অবাক করা কান্ড।প্রায় কুড়ি হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার করে নজির গড়ল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।এই বিপুল পরিমান অবৈধ কাফ সিরাপ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ এলাকা থেকে একটি কনটেনার গাড়ি আটক করে তা থেকেই এই কাফ সিরাফ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।ওই কনটেনার ট্রাকের চালক ও সহকারি চালকে গেফতার করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ধৃত দুইজন উত্তরপ্রদেশের বাসিন্দা।ধৃতদের নাম লাহেক আহম্মেদ ও নাদির আলী।শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে ওই নিষিদ্ধ কাফ সিরাপ আসামের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১কোটি টাকা।ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত চালাবে নিউ জলপাইগুড়ি থানা বলে জানা গিয়েছে।