প্রদীপ প্রজ্জ্বলিত করে ৬৭ তম রাজ্য পর্যায়ে অনুর্ধ ১৪ ছেলে ও মেয়েদের রাজ্য স্তরের খো খো প্রতিযোগিতা শুরু হল কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগা উচ্চ বিদ্যালয়ের মাঠে। বুধবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধীপতি পাম্প পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী,মহিলা খো খো কমেটির রাজ্য চিফ কর্ডিনটার বিজন সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। বুধবার শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত। শুধু রাজ্য ব্যপী খেলোয়াড় দের নিয়ে প্রতিযোগিতাই নয়। সেই সাথে প্রতিভাবান খেলোয়াড় খোজা হবে বলে দাবি আয়োজক দের।খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।