প্রতিবাদ সভা করল গঙ্গারামপুর বিজেপি টাউন নেতৃত্ব। কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক মিথ্যাচার করার প্রতিবাদে আবাস যোজনার ঘর চুরি, রেশনের চাল চুরি, একশ দিনের কাজের টাকা চুরি, একাধিক দুর্নীতির বিরুদ্ধে আগামী ২৯ শে নভেম্বর কলকাতা ধর্মতলায় বিশাল এক পথসভা উপলক্ষে আজ গঙ্গারামপুর চৌপতিতে পথসভা করল বিজেপি নেতৃত্ব। উপস্থিত বিজেপি জেলা সহ সম্পাদক অশোক বর্ধন , টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, মহিলাটা মন্ডল সভানেত্রী রূপালী প্রামানিক, গঙ্গারামপুর যুব মোর্চা সভাপতি কুশল দত্ত চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সম্পাদক অশোক বর্ধন জানিয়েছে