ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ

0
379

দিনহাটা

ডাকাতির ছক কষার আগেই গোসানীমারী শাল বাগানে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এমনটাই জানান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোসানীমারী শাল বাগানে বিশেষ অভিযান চালায় দিনহাটা থানার পুলিশের একটি বিশেষ টিম। সেই অভিযানে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এছাড়াও লাঠি,দা সহ বিভিন্ন ধারালো অস্ত্র। জেলা পুলিশ জানিয়েছে গ্রেফতার ব্যাক্তিদের নাম মোজাফফর মিয়া (৪০), সাহিনুর মিয়া (৩২) দুজনেরই বাড়ি ভিতরকামতা এলাকায়, এছাড়াও আমিনুর রহমান (২৭) যার বাড়ি দক্ষিণ পেটলায়। পুলিশের তরফে আরও জানানো হয় কোন এক জায়গায় ডাকাতির উদ্দেশ্যে গোসানীমারী শাল বাগানে একটি ডাকাত দল জড়ো হয়েছিল, সেই খবর পাওয়া মাত্রই আমরা সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি এবং বাকিরা পালিয়ে যায়। তবে ডাকাতির ছক কষার আগে ডাকাত দলের তিনজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করার ঘটনা দিনহাটা থানা তথা জেলা পুলিশের বিশাল সাফল্য বলে মনে করা হচ্ছে। তবে জেলা পুলিশ জানিয়েছে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই বেআইনি কাজ ও গরু পাচারের সঙ্গে যুক্ত। আজ তিনজনকেই দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here