তপনে বেহাল রাস্তা নিয়ে প্ল্যাকার্ড হাতে রাজ্য সড়ক অবরোধ কয়েকশো মহিলার

0
525

রাস্তা না আবাদি জমি! তপনে বেহাল রাস্তা নিয়ে প্ল্যাকার্ড হাতে রাজ্য সড়ক অবরোধ কয়েকশো মহিলার।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ অক্টোবর —————– রাস্তা নিয়ে নরকযন্ত্রণা! প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কয়েকশো মহিলার। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের চামটা কুড়ি এলাকায়। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় বালুরঘাট – তপন রুটের যান চলাচল। যদিও পরবর্তীতে প্রায় সাতঘন্টা পর যুগ্ম বিডিও ও পুলিশ প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।

জানা যায়, তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরী মোড় থেকে মহাদেবপুর পর্যন্ত গ্রামের প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বর্ষাকাল তো বটেই, খরার মরশুমেও এক হাটু জলকাদা ভেঙে যাতায়াত করতে হয় গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে। আর এতেই নিত্য দিনের সমস্যায় পড়তে হয় খুদে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের বৃদ্ধ মানুষদেরও। গ্রামবাসীদের অভিযোগ, রাত-বিরেতে গ্রামের কেউ অসুস্থ হলে তাকে মাচায় করে নিয়ে যেতে তাদের। আর যে কারনে এর আগে দু তিনজনের মৃত্যু হয়েছে রাস্তাতেই। ঘটনা নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর তারই প্রতিবাদ জানিয়ে পাকা রাস্তার দাবীতে এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে মালঞ্চা অঞ্চলের চামটাকুড়িতে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সুন্দরী মোড় হতে মহাদেবপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা পাকা করার দাবি জানালেও কেউই কর্নপাত করে নি। তাই এদিন মহিলা পুরুষ ও শিশু সকলেই রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছেন। যদিও পরবর্তীতে তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠকের আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

বিক্ষোভকারী সুপর্না রায়, সুভাষ প্রামানিক ও লালবানু বিবিরা বলেন, রাস্তার সমস্যা নিয়ে কোথাও জানিয়ে কোন কাজ হয়নি। এক হাটু জলকাদা পেরিয়েই তাদের যাতায়াত করতে হয় সকলকে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছেন সকলে। তাদের একটাই দাবি, রাস্তা পাকা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here