বালুরঘাট, ৪ অক্টোবর ——–– গ্রাহকদের সুবিধার্থে এবারে অরিয়েন্ট জুয়েলার্স আরো আপনার হাতের কাছে। নতুন নতুন কালেকশন ও রকমারি ছাড়ের ব্যবস্থাও রয়েছে বালুরঘাটের এই শোরুমে। বুধবার বালুরঘাট শহরের হিলি মোড়ে এই শোরুমের শুভ সূচনা করেন অরিয়েন্ট জুয়েলার্স কতৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন শোরুমে সাধারণ গ্রাহকদের উপস্থিতিও যথেষ্টই লক্ষনীয় ছিল বলে জানিয়েছেন সংস্থার জোনাল ম্যানেজার।
সংস্থার জোনাল ম্যানেজার দীপ্তেষ দে বলেন, বালুরঘাটে তাদের শোরুম থাকলেও সেখানে গ্রাহকদের কাছ থেকে নানা অসুবিধার কথা প্রতিনিয়তই শুনতে হত। সেই দিকটি লক্ষ্য রেখেই এদিন শহরের একেবারে প্রানকেন্দ্র হিলি মোড়ে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে তাদের শোরুম। যেখানে শুরু থেকেই আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে গ্রাহকদের জন্য