তপন ব্লকের বিডিও গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকের বিয়ে বন্ধ করে স্কুলে ভর্তি ব্যবস্থা করল

0
251

তপন ব্লকের বিডিও গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকের বিয়ে বন্ধ করে স্কুলে ভর্তি ব্যবস্থা করল, সাধুবাদ জানালেন দুই পরিবারের লোকজনেরা।

তপন,৪ অক্টোবর দক্ষিণ দিনাজপুর : মধ্যরাতে নাবালিকার বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে ।বিয়ে বন্ধের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও নিজে দুই পরিবারের লোকজনকে বুঝিয়ে ওই নাবালিকাকে ভর্তি করে করে দেবার সব ধরনের ব্যবস্থা করেন স্কুলে।দুই পরিবারের লোকজনেরা বিডিও সামনে মুচিলিকা দেয় যে,১৮ বছর বয়স হলেই ছেলে মেয়ের বিয়ে দেবে।তপন ব্লকের বিডিও বলেন,সমাজকে আরো সচেতন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বহু প্রকল্প রয়েছে যা সুবিধা ওই পরিবারকে দেওয়া হবে।
তপন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে তপন ব্লকের লস্করহাটে ১৭ বছর বয়সি এক নাবালিকার বিয়ে অনুষ্ঠান চলছিল।নাবালিকা বিয়ের খবর যায় চাইল্ড লাইন এবং তপন ব্লক প্রশাসনের কাছে।নাবালিকা বিয়ের খবর পাওয়া মাত্র পুলিশকে সঙ্গে নিয়ে ব্লক প্রশাসনিক কর্তারা মধ্যরাতে নাবালিকার বাড়িতে ছুটে যায়। মধ্যরাতে পুলিশ ও ব্লক প্রশাসনিক কর্তাদের দেখে চমকে যায় পাত্র ও পাত্রী পক্ষ। অনেকে ছুটে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে প্রশাসন। তুলে ধরেন নাবালিকা বিয়ের কুফল। বিয়ের বন্ধের পাশাপাশি এদিন নাবালিকা স্কুলে ভর্তি করিয়ে দেন তপন ব্লকের বিডিও। নাবালিকা পরিবার ও যুবকের পরিবারের তরফে জানানো হয় বয়স হলেই তারা বিয়ে দেবেন। প্রশাসনে মুছলিকা দিয়েছেন তারা।
তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার রাতে নাবালিকা বিয়ের তোড়জোড় চলছিল। খবর পেয়ে মধ্যরাতে আমরা নাবালিকার বাড়িতে ছুটে গিয়ে বিয়ে বন্ধ করি।উদ্ধার হওয়ায় নাবালিকা অষ্টম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করে বন্ধ করে দিয়েছিল।একবছর ধরে সে স্কুলে যাচ্ছিল না।আমরা নাবালিকাকে স্কুলে ভর্তি দেবার ব্যবস্থা করলাম। আগামী সোমবার থেকে সে স্কুলে যাবে।এছাড়াও তাকে সমস্ত রকম সরকারি সাহায্য করা হবে।সপ্তাহে একদিন নাবালিকার কাউন্সিং করা হবে। তপন ব্লকের বিডিওর এই কাজে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here