পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ জুলাই ——— পরিবেশ বিজ্ঞানী হবার হাতছানি! আমেরিকার শিকাগোতে ডাক পেলেন দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এলাকার যুবক।কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বয়স ২৩ এর যুবক আব্দুল মোতাকাব্বের সরকারের এমন সাফল্যে হতবাক প্রতিবেশীরা। অবাক হয়েছেন খোদ পরিবারের লোকেরাও। যাকে দেখতেই এখন ভিড় জমছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষ্ণপুর গ্রামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কৃতি ছাত্র আব্দুল মোতাকাব্বের শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, আমেরিকার পাচ পাচটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করবার ডাক পেয়েছেন। যেখান থেকে মিলেছে মাসিক লক্ষ লক্ষ টাকা স্টাইপেন্ডের প্রতিশ্রুতিও। আর যার খুশিতেই রীতিমতো উৎসবের আমেজ সীমান্তবর্তী ওই গ্রামে। এদিকে ছেলের এমন সাফল্যের খবরে আবেগে আপ্লুত মা- বাবার চোখের জল আটকে থাকতে পারেনি। দেশের জন্য, সমাজের জন্য ও পরিবেশের জন্য কিছু করে দেখাক আব্দুল মোতাকাব্বের, চাইছে গোটা কৃষ্ণপুর গ্রাম। একাধিক শিক্ষকের পরামর্শ ও এপিজে আব্দুল কালামের আদর্শকে পাথেয় করেই গবেষণার কাজে নিজেকে মনোনিবেশ করতে চান আব্দুল মোতাকাব্বের।
দক্ষিন দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণপুরের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হোসেন সরকারের ছোট ছেলে আব্দুল মোতাকাব্বের সরকার। ছোট থেকেই মেধাবী আব্দুল মোতাকাব্বের প্রথমে স্থানীয় মাদ্রাসা ও তারপর হাইস্কুলে থেকে পড়াশুনা করে ৯৩ শতাংশ নম্বর নিয়ে ২০১৮ সালে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাচ বছর রসায়ন বিভাগ নিয়ে পড়াশুনা করে ইউ এস এর অনলাইন এক্সামে অংশগ্রহণ করে আব্দুল মোতাকাব্বের। এরপরেই চলতি বছরের জানুয়ারী মাসে আমেরিকার পাচটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার ডাক পায় কুমারগঞ্জের প্রত্যন্ত এলাকার ওই মেধাবী ছাত্র। যদিও আব্দুল মোতাকাব্বের শিকাগোতে অবস্থিত ইউনিভার্সিটি অফ এলিনয়েজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে থেকে পাচ বছর গ্লোবাল ওয়ার্মিং ও অপ্রচলিত শক্তির উপরই গবেষণা করবেন তিনি। চুক্তি হিসাবে আমেরিকা সরকার ভারতীয় টাকায় প্রতি মাসে তাকে দুলক্ষেরও বেশি টাকা দেবার কথা জানিয়েছেন। যে খবর দক্ষিণ দিনাজপুরের সীমান্ত অধ্যুষিত গ্রামে পৌঁছাতেই খুশির আমেজে মেতে উঠেছে গোটা গ্রাম। আবেগে আপ্লুত হয়েছে আব্দুলের গোটা পরিবারও। আগামী ৬ আগষ্ট আকাশপথে আমেরিকায় পৌঁছাবে কুমারগঞ্জ ব্লকের কৃষ্ণপুর গ্রামের ওই যুবক। মেধাবী ওই কৃতিকে দেখতেই যেন সকাল থেকে সন্ধ্যে উপচে পড়ছে গ্রামবাসীদের ভিড়।
আব্দুল মোতাকাব্বের সরকার বলেন, দেশের জন্য, সমাজের জন্য কিছু করবার ভাবনা তার ছোট থেকেই। গ্লোবাল ওয়ার্মিং ও অপ্রচলিত শক্তির উপর গবেষণার জন্য আমেরিকার শিকাগোতে ডাক পেয়েছেন তিনি। পাচটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক পেলেও আমেরিকার শিকাগোতে ইউনিভার্সিটি অফ এলিনয়েজেই যোগ দিচ্ছেন।
বাবা তোফাজ্জল হোসেন সরকার বলেন, তার ছেলে এপিজে আব্দুল কালাম কে অনুসরণ করেই এপথে এগিয়ে চলেছে। দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করুক তারা সেটাই চান।
মা মেহেবুবা বিবি বলেন, ছোট থেকেই একটু আলাদা তার ছোট ছেলে। পড়াশুনায় যথেষ্টই ভালো সে। তবে একটা অচেনা শহরে যাচ্ছে এটা নিয়েই কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।