ডুয়ার্সের মুকুটে নতুন পালক। ডামডিম থেকে থেকে আলগারাহ পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন হল শুক্রবার।

0
210

জলপাইগুড়িঃ- ডুয়ার্সের মুকুটে নতুন পালক। ডামডিম থেকে থেকে আলগারাহ পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন হল শুক্রবার। প্রায় ৭১কিলোমিটার লম্বা এই সড়ক তৈরী করেছে বর্ডার রোড অর্গানাইজেশন।

দিল্লী থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়াল মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন। এই উপলক্ষে ডামডিমে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বর্ডার রোড অর্গানাইজেশন। সেই অনুষ্ঠনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, ছিলেন নাগরাকাটার বিধায়ক পুণা ভেঙ্গরা, গ্রিফের পক্ষ থেকে ছিলেন ডঙ্গি শঙ্কর  রাও, গ্রিফের সহকারী বাস্তুকার প্রাঞ্জল খান্ডেলওয়াল সহ অনান্য আধিকারিকেরা। 

জানা গিয়েছে, এদিন জম্মু-কাশ্মীরের লে থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের মোট ৭৫ টি সড়ক উদ্বোধন করেন প্রতরক্ষা মন্ত্রী। তারমধ্যে ডামডিম-আলগারাহ সড়ক অন্যতম। এদিন ডামডিমের ঐ অনুষ্ঠান থেকে রাজানাথ সিং ভিডিও ককনফারেন্সে  সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের সাথে কথা বলেন। সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, ৩৫০ কোটি টাকা ব্যায়ে তৈরি এই রাস্তাটি উদ্বোধনের ফলে আন্তর্জাতিক নিরপত্তা যেমন মজবুত হল, তেমনি পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here