কোচবিহার :- জল্পেশ মন্দিরে জল ঢালতে যাবার পথে জেনারেটরের শর্ট সার্কিট হয়ে মৃত্যু হল ১০ জন পূর্নরথী। আহত হয়েছে প্রায় ১৬ জন । প্রত্যেকে শীতলকুচি বিধানসভা এলাকার বাসিন্দা । এই ঘটনার পর গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলো । কেউ হারিয়েছে নিজের ছেলেকে কেউ আবার নিজের দাদা ভাইকে । কান্না ভেঙে পড়েছেন গ্রামবাসীরা । মৃত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে বাড়িতে আসছেন গ্রামবাসীরা ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর জল্পেশ মন্দিরে জল ঢালতে যাবার পথে জেনারেটরের শর্ট সার্কিট হয়ে মৃত্যু হল...