হিলিতে শিক্ষিকাকে বিবস্ত্র করে পেটানোর ভিডিও ভাইরাল, শিক্ষক রুমে ঢুকেই মারধর করেছিল অভিযুক্তরা। মুখ খুললেন আক্রান্ত শিক্ষিকা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিজেপির রাজ্য সভাপতির

0
2836

 পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩জুলাই ———- হিলির ত্রিমোহিনীতে শিক্ষিকাকে বিবস্ত্র করে পেটানোর ভিডিও ভাইরাল। শিক্ষক রুমে ঢুকেই মারধর করে অভিযুক্তরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন আক্রান্ত শিক্ষিকাও। নিরাপত্তার অভাব বোধ করছেন স্কুলে, জানিয়েছেন শিক্ষিকা চৈতালী চাকি। অন্যদিকে স্কুলে ঢুকে একজন শিক্ষিকাকে এমনভাবে মারধরের ঘটনা নিয়ে বালুরঘাটে রাস্তায় নেমে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেন শিক্ষিকারা। ঘটনা জানিয়ে জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন বালুরঘাটের বিধায়কও।

বিদ্যালয় সুত্রের খবর অনুযায়ী, ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী জার্নাতুন খাতুন কে বাইরে ঘোরাঘুরি করা দেখে তাকে কিছুটা ধমক দেন স্কুল শিক্ষিকা চৈতালী চাকি। শাস্তি দেবার জন্য তার কানটিও টেনে ধরে একটি চড়ও মারেন তিনি বলে অভিযোগ। আর তার পরেই ঘটে বিপত্তি । স্কুল ছুটি হতেই বিষয়টি তার পরিবারের লোকেদের জানায় নবম শ্রেনীর ওই স্কুল ছাত্রী। আর তাতেই বেজায় চটে ওঠেন অভিভাবকেরা। শুক্রবার সদলবলে বিদ্যালয়ে চড়াও হন তারা। স্টাফ রুমে ঢুকে একপ্রকার বিবস্ত্র করে মারধোর করা হয় ওই স্কুল শিক্ষিকাকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে ওঠেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। যে ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানী বলেও ব্যাখ্যা করেছেন। তার কথায় ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ঘটনা তা অত্যন্ত চিন্তার বিষয়। একটি বিশেষ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আগামীতে কোনো শিক্ষক- শিক্ষিকারা আর এগোবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এধরনের সাম্প্রদায়িকতাকে বারবার পুলিশ প্রশাসন এবং তৃণমূল মদত জোগাচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এধরণের নক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। যারা এর পিছনে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এমনটাও জানিয়েছেন তিনি। রবিবার এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ত্রিমোহিনীতে আন্দোলনে নামছে বিজেপি।

এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন আক্রান্ত শিক্ষিকা চৈতালী চাকিও। এদিন সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, স্কুলে নিরাপত্তার অভাব বোধ করছেন। দীর্ঘ বছর শিক্ষকতা করার সুবাদে বরাবরই ছাত্র ছাত্রীদের পুত্র ও কন্যা স্নেহে শাসন করেছেন তিনি। যা তার একটি অভ্যাস রয়েছে। একজন ছাত্রীকে শাসন করতে গিয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে তা মেনে নিতে পারেন নি। এই ঘটনার পর স্কুলের প্রায় দুহাজার ছাত্র ছাত্রীকে আগামীতে কিভাবে তারা কন্ট্রোল করবেন তা নিয়েও যথেষ্ট দুশ্চিন্তা শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে। যা নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন সকলেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here