পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ জুন— এন.সি.টি.ই’র কালা আইন বাতিল ও টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামলো দক্ষিণ দিনাজপুরের টেট উত্তীর্ণ প্রার্থীরা। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে মুখে কালো কাপড় বেঁধে কালা দিবস পালন করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের দাবি প্রায় পাচ বছর ধরে একটি নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে, যা আজো সম্পুর্ন হয়নি। ২০১৭ সালে প্রাথমিক শিক্ষক পদে আবেদনের চারবছর পর অর্থাৎ ২০২১ সালে তার পরীক্ষা হয়। যেখানে দক্ষিন দিনাজপুর জেলা থেকে ৯৮৯৬ জন ছাত্র-ছাত্রী টেট পাস করলেও আজো তাদের নিয়োগ হয়নি। অন্যদিকে ডিএলএড দের গুরুত্ব না দিয়ে বিএড পাস ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই। এনসিটিই’র এমন হঠকারী সিদ্ধান্তে পাওয়া চাকরি থেকেও বঞ্চিত হচ্ছেন বেকার ছেলে মেয়েরা। ফলে দীর্ঘদিন ধরে তারা হতাশাগ্রস্ত ও মানসিক অবসাদে ভুগছেন। অনেকের আবার বয়স পারও হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী জুলাই মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে এদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায় টেট উত্তীর্ণদের। শুধু তাই নয়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভও দেখাতে দেখা যায় ছাত্র ছাত্রীদের। এদিন এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
আন্দোলনকারীদের পক্ষে সাহিন ইসলাম জানিয়েছেন, ডিপিএসসি’র চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছেন তারা। জুলাই মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন।