পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ জুন —— রায়গঞ্জ সেক্টরের অধীনস্থ ৫ টি বিএসএফ ব্যাটেলিয়নের মহিলা দের নিয়ে সাতার প্রতিযোগিতার আয়োজন বালুরঘাটে। বুধবার বালুরঘাট পুরসভার সুইমিংপুলে আয়োজিত হয় এই সাতার প্রতিযোগীতা। যেখানে পাচটি বিএসএফ ব্যাটেলিয়নের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার বিভিন্ন কর্মীরা।
বিএসএফ সূত্রের খবর অনুযায়ী পাচটি বিএসএফ ব্যাটেলিয়ানের প্রায় ১৫ জন মহিলা প্রতিযোগী এদিনের এই সাতার প্রতিযোগিতায় অংশ নেয়। যাদের মধ্যে চুড়ান্ত স্থানাধিকারীরা এরপর শিলিগুড়িতে সাতার প্রতিযোগিতায় অংশ নেবে। যেখান থেকে চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে পরবর্তীতে তারা কলকাতায় যাবে। যদিও এই প্রতিযোগিতার ব্যাপারে বিএসএফের তরফে জানানো হয়েছে, প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিযোগীতার আয়োজন হয়। দুবছর করোনার কারনে সবকিছু বন্ধ থাকায় এবারে সাতার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।