মদ্যপ যুবকের দাদাগিরী,আহত এক টোটো চালক সহ দুই বৃদ্ধা।থানায় লিখিত অভিযোগ।

0
236

শিলিগুড়ি:-পাড়ায় পাড়ায় আড্ডা,অসামাজিক কাজ এখন কার নিত্যদিনের ছবি।ওলিতে গোলিতে সন্ধ্যার পর চোখ ফেরালেই দেখা মেলে এমন কিছু যুবকের নেশার পাশাপাশি অসামাজিক কাজ।ভক্তিনগরের এমনই এক সুরোজ সাহানী নামক এক যুবকের তান্ডপে অতিষ্ঠ স্থানীয়রা।গত মঙ্গলবার রাত্রে টোটো রাখাকে কেন্দ্র করে টোটো চালক প্রসেঞ্জিত সাহা ও তার পরিবারের দুই বৃদ্ধাকে বেদম পেটালেন অভিযুক্ত সুরোজ সাহানী।

জানা গেছে গতকাল রাত্রে যখন টোটো রেখে বাড়িতে যান প্রসেঞ্জিত সাহা।তখন মদ্যপ অবস্থায় এসে সুরোজ সাহানী একপ্রকার বলপুর্বক টোটো সরাতে বলেন।তার কথা না শুনলে বেধরক মারধর শুরু করে ওই টোটো চালককে।তাকে রক্ষা করতে পরিবারের বৃদ্ধা ছুটে এলে তাদেরও মারধর করা হয়।শুধু তাই নয়,প্রানে মারার হুমকিও দেয় সে।রাত্রেই বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানালেও বুধবার সকালে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান টোটো চালক প্রসেঞ্জিত সাহা।অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিস।তবে অভিযুক্তকে গ্রেফতার করতে অসমর্থ হয়।ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়।দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান প্রসেঞ্জিত সাহা ও তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here