রায়গঞ্জ:-জীবনদায়ী ওষুধ সহ সমস্ত ওষুধের দাম কমানোর দাবি নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভি পি’র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল উত্তর দিনাজপুর মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন। বুধবার এম এস ভি পি’র কাছে স্মারকলিপি প্রদানের পাশাপাশি জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছেও ওষুধের দাম কমানোর দাবি জানিয়েছে মেডিকেল রিপ্রেজেনটেটিভেরা।
জুনমাস ব্যাপী জীবনদায়ী ওষুধ সহ প্রায় সমস্ত ওষুধের দাম বেড়েছে। ১১ শতাংশ দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। প্রায় ৮০০ টি ওষুধের দাম বেড়ে গিয়েছে। এমতাবস্থায় ওষুধের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে এবং ওষুধের উপর জিরো জি এস টি করার দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন। বুধবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভি পি’র কাছে ওষুধের দাম কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান করল উত্তর দিনাজপুর মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা