শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,22 জুন,দক্ষিণ দিনাজপুর:-জেলা পরিবহন দপ্তর এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সরকারি ও বেসরকারি যান বাহনের এর ফিটনেস পরীক্ষা করা হলো। এতদিন ধরে যে কাজ বালুরঘাটে গিয়ে করতে হত সেই কাজ এখন এখানেই করা হবে বলে জানা গিয়েছে।এমন ঘটনায় মহকুমার মানুষজন দারুন উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বুনিয়াদপুর ফুটবল মাঠ সংলগ্ন মাঠে সরকারি ও বেসরকারি যান বাহনের ফিটনেস পরীক্ষা করার ক্যাম্প করা হয় জেলা পরিবহন দপ্তর এর পক্ষ থেকে। জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে যে, সরকারি ও বেসরকারি যানবাহন গুলি এতদিন বালুরঘাটে তাদের যেতে হতো।মূলত সেই সমস্ত অসুবিধে গুলির সন্মুখীন আগামীতে আর না হয় সেই দিক গুলিকেই মাথায় রেখে জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে প্রতি সপ্তাহে একদিন বুধবার বুনিয়াদপুর ফুটবল মাঠে সরকারি ও বেসরকারি গাড়ির ফিটনেস পরীক্ষা করার ক্যাম্প শুরু করা হয়েছে। প্রতি সপ্তাহে একদিন বুধবার করে ফিটনেস করা হচ্ছে। পরবর্তীতে এটি সপ্তাহে দুদিন করা হতে পারে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিকরা।

এবিষয়ে জেলা পরিবহন দপ্তরের আধিকারিক মোহন রজক জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশেই মূলত আমাদের এই ক্যাম্প। সরকারি ও বেসরকারি গাড়ি গুলি রয়েছে গঙ্গারামপুর মহাকুমার বিভিন্ন এলাকায়। এই সমস্ত গাড়ি গুলি রাস্তায় চলার সময় যাতে কোনরকম অসুবিধের মুখে না পরে মূলত সেই কারণেই আমাদের এই ক্যাম্প আয়োজন করা। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতি সপ্তাহে একদিন করে বুধবার বুনিয়াদপুরে ক্যাম্প করা হচ্ছে।
এমন ঘটনায় মহকুমাবাসী উপকৃত হবেন বলে অফিসার দাবি করেছেন।