পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ জুন–– অকারণে রাহুল গান্ধীকে হয়রানি করার প্রতিবাদে বালুরঘাটে আন্দোলনে নামল কংগ্রেস দল। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে বিক্ষভ প্রদর্শন করেন জেলা কংগ্রেস নেতৃত্বরা । শতাধিক কর্মীসমর্থকদের উপস্থিতিতে চলে এই বিক্ষোভ কর্মসূচী । সংগঠনের দাবী, দেশের সেনাবাহিনীতে যে ভাবে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে তা কোন দেশেই হয় না । নতুন প্রকল্পে নিযুক্ত অগ্নিবীরদের কোন প্রকার পেনশন, গ্রাচুয়েটি কিছুই নেই । এটা শুধু মাত্র ক্যাডার পোষার কৌশল মাত্র । এছাড়া ১০০ দিনের কাজ বন্ধের প্রতিবাদে তাদের এই আন্দোলন ।
সংগঠনের জেলা নেতৃত্বের দাবী, কংগ্রেস বেসরকারিকরণের বিরোধী নয় । কিন্তু বেশকিছু ক্ষেত্রে লাভজনক সংস্থাকেও বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । আগে গড়ে ওঠা শিল্পকারখানা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে । হচ্ছে না কোন নতুন শিল্প । শুধু ভাঁওতাবাজিতে চলছে কেন্দ্র ও রাজ্য সরকার । একই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে তাদের এই আন্দোলন ।