বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:- লরি চালকের বেপরোয়া গতির শিকার একটি যাত্রীবাহী ছোট গাড়ি ও আরও একটি লরি।পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি নয়ানজুলিতে পড়ে যায় বালি বোঝাই লরিটি।সোমবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটার কলেজপাড়া এলাকায়।দুর্ঘটনায় গুরুতর জখম ওই চালক ও খালাসিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।যদিও বরাতজোরে বেঁচে যান ছোট গাড়ির যাত্রীরা, রক্ষা পান অপর লরির চালক।বীরপাড়া থেকে ফালাকাটার দিকে দুরন্ত গতিতে ছুটে আসছিল ওই চালকের লরি।প্রথমে উল্টো দিক থেকে আসা একটি লরি ও ছোটো গাড়িকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারায় বালি বোঝাই লরিটি।দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকায় বড় বিপত্তি ঘটেনি।না হ’লে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।