প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক সাংবাদিকের। আহত আরও বেশ কয়েকজন সাংবাদিক। ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের বাজিতপুরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায় নামে এক অভিযুক্তকে। আহত সাংবাদিকদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার।
টেট দুর্নীতির মামলায় রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলারও ৪০ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে হাইকোর্ট। বুধবার টেট দুর্নীতির এই খবর করতে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা। অভিযোগ, দেবব্রত দাস নামে এক যুবক প্রাথমিক স্কুলের চাকরির জন্য টাকা দিয়েছিলেন। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান। কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারনা চক্রের খবর করতে গেলে দেবব্রত রায় ও তার পরিবারের লোকেরা সাংবাদিকদের উপর আক্রমণ করে। মাথা ফাটিয়ে দেয় এবিপি আনন্দের সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। আহত হন অন্যান্য সাংবাদিকেরাও। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। বাজিতপুরে ছুটে যান উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র, সাংবাদিক কৌশিক সেন সহ অন্যান্য সাংবাদিকেরাও। পুলিশ গ্রেফতার করে দেবব্রত দাস নামে ওই যুবককে। অপরদিকে গুরুতর আহত সাংবাদিক সুদীপ চক্রবর্তী সহ অন্যান্য সাংবাদিকদের চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।