হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর সাথে সাথেই বিয়ের দাবিতে কলেজের অতিথি শিক্ষক এর বাড়ির সামনে ধর্নায় বসলে যুবতী ।

0
142

কোচবিহার :- হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর সাথে সাথেই বিয়ের দাবিতে কলেজের অতিথি শিক্ষক এর বাড়ির সামনে ধর্নায় বসলে যুবতী । এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । ঘটনাটি মাথাভাঙ্গা মহাকুমার নিশিগঞ্জ এলাকার । যদিও ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে ওই কলেজের অতিথি শিক্ষক । ঘটনার পর ওই বাড়িতে ভিড় করছেন গ্রামবাসীরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাইকোর্টের নির্দেশে যে চাকরি দিয়েছে 269 জন । সেই তালিকায় এই যুবতীর ও নাম রয়েছে । তবে যুবতীর দাবি তাদের প্রেম সম্পর্ক ছিল । তাই কই ছেলেকে বিয়ে করার দাবিতে সে ধরনায় বসেছেন । স্থানীয় সূত্রে খবর হাইকোর্টের নির্দেশ এর পরই সোমবার রাতে হঠাৎ ছেলের বাড়িতে এসে পৌঁছায় ওই যুবতী । দরজায় ধাক্কা দিতে থাকে । বাড়ির লোক দরজা খুলে দেখে যুবতী বাড়ির সামনে এসে বসে রয়েছে । তার দাবি যতক্ষণ তাকে বিয়ে করা হবে না সে সেখান থেকে উঠবে না । তার দাবি কাদের প্রেম সম্পর্ক রয়েছে এমনকি তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া হয়েছে । যদিও এ ঘটনার পর ওই অতিথি শিক্ষক বাড়িতে নেই । তবে তার মার দাবি তার ছেলের সাথে কোন রকম প্রেম সম্পর্ক ছিল না । এক ঘটকের মাধ্যমে সপ্তাহ দুয়েক আগে তাদের বিয়ের সম্বন্ধ এসেছিল । শুধুমাত্র এইটুক এর বেশি কিছুই হয়নি । মেয়েদের চাকরি চলে যাওয়ার ফলে ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here