রায়গঞ্জ:-একাধিক দাবী দাওয়াকে সামনে রেখে বুধবার রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে।এদিন রায়গঞ্জের বিধানমঞ্চের অনুষ্ঠান ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সমরেশ প্রসাদ ঘোষ, জীবেশ চন্দ্র দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মূলত নিয়মিত পেনশন, বকেয়া এরিয়ার ও গ্রাচুইটি প্রদান সহ একাধিক দাবী তুলে ধরা হয় সভার মধ্যে দিয়ে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর একাধিক দাবী দাওয়াকে সামনে রেখে বুধবার রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারন...