বিষ খেয়ে আত্মঘাতী হলো এক আদিবাসী মহিলা !দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার সাতিমারি এলাকায়! এদিনে গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন! যদিও এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল হলেও ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনো! পুলিশ জানায় মৃত গৃহবধূর নাম মামনি টুডু বয়স 40 তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রাধিকাপুর জগতলা এলাকায়! বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ হয় এর পরেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের ধর্মে মন্দিরে পুজো দিতে থাকেন! পরিবার সূত্রের খবর কয়েকদিন আগে কুশমন্ডি থানা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল সে! সেখানে সে বিষ খেয়ে নেয় ঘটনার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন আত্মীয়-স্বজনরা! এর পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন! পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে! তবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করে মৃতদেহ পাঠানো হলেও এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি !যদিও কি কারনে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে ধন্দে রয়েছে তার আত্মীয় স্বজনরা! এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকাজুড়ে!