নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আতঙ্কে যাত্রীরা। রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন রেল যাত্রীরা।

0
611

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,14 ই মে,দক্ষিণ দিনাজপুর:-নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আতঙ্কে যাত্রীরা। রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন রেল যাত্রীরা।

 জানা যায় আগামী মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও বেশকিছু বিজেপির বিধায়কদের নিয়ে ঘটা করে এই নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেস এর উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের দুদিন পরেই হঠাৎ নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেস আগুন লাগার ঘটনায় আতঙ্কে রয়েছে যাত্রীরা।এ দিন নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট টাইম অনুযায়ী নবদ্বীপ থেকে ছেড়ে ভালো উদ্দেশ্যে রওনা দেয়, এরপর বুনিয়াদপুর স্টেশনে ঢোকার আগে দৌলতপুর সংলগ্ন এলাকায় ট্রেনের চাকার ব্রেক সু থেকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পায় যাত্রীরা। এরপর যাত্রীরা ট্রেনে কর্তৃপক্ষকে ঘটনার বিষয়টি জানান। রেল কর্তৃপক্ষ অতি তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। এরপর কর্তৃপক্ষের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এ আগুন লাগার ঘটনায় যাত্রীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলে জানা গিয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হঠাৎ আমরা জানতে পারি নবদ্দীপ হাওড়া এক্সপ্রেস টি বুনিয়াদপুর স্টেশনে ঢোকার আগেই দৌলতপুর এলাকায় ট্রেনের ব্রেক সু থেকে আগুনের ফুলকি দেখতে পায় যাত্রীরা, এরপর তৎক্ষণাৎ আমাদের জানাতে আমরা ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।      

              এ বিষয়ে এক  রেল যাত্রী জানিয়েছেন, এদিন আমরা নবদ্দীপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি থেকে বালুরঘাট এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বুনিয়াদপুর ঢোকার আগেই দৌলতপুর সংলগ্ন এলাকায় ট্রেনের ব্রেক সু থেকে আগুনের ফুলকি দেখতে পায়। রেল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা চরম আতঙ্কে রয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here