বালুরঘাটে শিল্প দপ্তরেই প্রতারণা চক্র! জেলাশাসক কে অভিযোগ করে ১৫ দিনেও মেলেনি সুরাহা। অবস্থান বিক্ষোভে বসার হুশিয়ারি বেকার ছেলে-মেয়েদের

0
238

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ জুন–– জেলা শাসক ও সুনির্দিষ্ট দপ্তরে অভিযোগ করেও মেলেনি সুরাহা। সরকারি অফিসে প্রতারণা চক্র ভাঙ্গতে অবস্থান বিক্ষোভে বসার হুঁশিয়ারি একদল বেকার যুবক-যুবতীদের। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে অবস্থিত জেলা শিল্প দপ্তরে।

 বিক্ষোভকারী ছেলে মেয়েদের অভিযোগ, তাদের মতো ৪০ জন বেকার ছেলে মেয়েকে লোন করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে জেলা শিল্প দপ্তরের এক আধিকারিক। প্রকাশ বাগ নামে দপ্তরের ওই ম্যানেজারের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে লোন করে দেবার নাম করেই উঠেছিল তোলাবাজি করবার অভিযোগ। যে ঘটনা জানিয়ে গত ১৭ মে জেলাশাসক ও খোদ শিল্প দপ্তরের এক আধিকারিককে গন  লিখিত  অভিযোগ জানিয়েছিলেন  বেকার যুবক-যুবতীরা। যার পর প্রায় ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও কোন সুবিচার পাননি ৪০ জন বেকার ছেলে-মেয়ে। এদিন যে ঘটনার সদুত্তর নিতেই ফের শিল্প দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন একদল অভিযোগকারী। যারপরেই আগামী বৃহস্পতিবার দুপক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেনারেল ম্যানেজার বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা শিল্প দপ্তরের ম্যানেজার প্রকাশ বাগ।

 বিক্ষোভকারী দের তরফে মৌমিতা চক্রবর্তী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থান কর্মসূচি ও কর্মসাথীর নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। মোট ৪০ জনের সাথে এধরণের প্রতারণা করেছেন এক আধিকারিক। এদিন সুরাহা চাইতে এলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে । আগামীতে তাদের সমস্যার সমাধান না হলে জেলা শিল্প দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here