প্রখ্যাত সঙ্গীত শিল্পী কে কে’র আকস্মিক মৃত্যুর জন্য এরাজ্যের সরকার দায়ী-এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার

0
265

” প্রখ্যাত সঙ্গীত শিল্পী কে কে’র আকস্মিক মৃত্যুর জন্য এরাজ্যের সরকার দায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উচিত পদত্যাগ করা ” এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে এক দলীয় কর্মীসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই মৃত্যুর তদন্ত হওয়া উচিৎ। মুখ্যমন্ত্রীর এই প্রিয় জায়গা নজরুল মঞ্চে এত লোক ঢুকিয়ে প্রোগ্রাম করায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে গানের প্রোগ্রাম শেষ করে হোটেলে গিয়েই শিল্পী কৃষ্ণ কুমার মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তার প্রশাসন দায়ী। মুখ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা এমনটাই দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের খুবই লজ্জার বিষয় যে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী মাত্র হায়ার সেকেন্ডারি পাশ। তিনি যেভাবে দুর্নীতি করে তাঁর মেয়েকে হাইস্কুলের চাকুরি দিয়েছিলেন তার পুর্নাঙ্গ তদন্ত হবে এবং এসব দুর্নীতির সাজা হবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here