শিলিগুড়ি:-
বেবি ফুড ও জীবনদায়ী ঔষুধের ওপর দাম কম সহ ওষুধের ওপর থেকে GST তুলে নেওয়া সহ একাধিক দাবি নিয়ে পথে নামলো বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন।বুধবার শিলিগুড়ির হাশমিচকের প্রতিবাদে সামিল হল বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন।এদিন সংগঠনের তরফে সংগঠনের সদস্যরা হাশমিচক থেকে সেবক মোড় পর্যন্ত ব্যানার প্ল্যাকার্ড হাতে তাদের দাবি তুলে ধরেন তারা।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সম্পাদক বিজয় গুপ্তা,সভাপতি অমিতাভ সাহা,কালিশংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন সংবাদ মাধমে বিজয় গুপ্তা বলেন,ওষুধের ওপর ১২থেকে ১৮ শতাংশ GST নেওয়া একেবারেই অনৈতিক।কেন্দ্রীয় সরকারের উচিত জনগণের স্বার্থে GST কম করা।পাশাপশি,অনলাইন ও ছাড়ের মাধ্যমে যেসমস্ত ওষুধ বিক্রি হচ্ছে তার গুনগত মান নিয়েও প্রশ্ন তোলা হয়।