কোচবিহার :- দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি কে সামনে রেখে শনিবার কোচবিহার শহরের গোয়লা পট্টি শিব মন্দিরে পূজা দিলেন কোচবিহার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামানিক ।একই সাথে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা এই কর্মসূচির আহবায়ক সুকুমার রায় ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা । আগামী 13 তারিখ কাশী বিশ্বনাথ যে মন্দিরের উদঘাটন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে চলেছে সেই উপলক্ষে গোটা দেশ জুড়েই বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে । দেশের বিভিন্ন প্রাচীনতম শিব মন্দির গুলোতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। তারি মাঝে কোচবিহার শহরের এই গোলাপটি শিব মন্দির কে বেছে নেওয়া হয়েছে। 120 বছর এই পুরানো মন্দির স্থাপিত করে ছিলেন বানারাস থেকে আসা একজন স্বামী যার নাম ইন্দ্রনাথ উদাসী । তাই এই মন্দিরটি কে বেছে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী নিশিত প্রামাণিক। আগামী 13 তারিখ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিতে মন্দিরের উদঘাটন করবেন সেই সময় সাক্ষী থাকার জন্য এই মন্দিরে উপস্থিত হয়ে তারা সাক্ষী থাকবেন বলে জানান তিনি। এছাড়াও কাসি বিশ্বনাথের বিভিন্ন উন্নয়নের বিষয়ে তিনি তুলে ধরেন ।