শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর,৩ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর: …..হাসপাতাল চত্বরে ফেলে যাওয়া সদ্যজাত জীবিত শিশুকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছডিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত রশিদপুর গ্রামীণ হাসপাতালে।ওই শিশুকে বংশিহারি ব্লকের রশিদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে এদিন সকাল 10 টা নাগাদ রশিদপুর গ্রামীণ হাসপাতালের চত্বরে একটি সদ্যজাত বাচ্চার জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে। শিশুটির কান্নার আওয়াজ পেয়ে সেখানকার ডিউটিতে থাকা সিভিকরা এই শিশুটিকে তুলে নিয়ে আসে। বাচ্চাটিকে তুলে রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসকের হাতে তুলে দেয়। ভারপ্রাপ্ত চিকিৎসক সেই সদ্যোজাত শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু কে ,এই শিশুটিকে সেখানে রেখে গিয়েছে সেটি এখনও অধরা। এবিষয়ে ওই এলাকারে বাসিন্দা আব্দুর রহমান জানিয়েছেন ,আমরা দেখতে পেলাম জঙ্গলের দিক থেকে একটি শিশুটির কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমাদের এখানকার কয়েকজন সিভিক মিলে এই বাচ্চাটিকে তুলে রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের হাতে তুলে দেন।কে ,কেন এরকম করেছে সেটা সম্পর্কে আমরা এখনো কিছু জানি না।
এবিষয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, আমাদের কাছে এই শিশু শিশুটিকে নিয়ে এসে দিয়ে যায় কয়েকজন সিভিক।জানা যায় রশিদপুর হাসপাতালের চত্বরে একটি জঙ্গলের ভিতরে বাচ্চাটিকে ফেলে দিয়ে যায়। আমরা সেই বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা করেছি ও অক্সিজেন দেওয়া হয়েছে।এরকম চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় চরম শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।