জমির খর কাটাকে কেন্দ্র করে বচসার জেরে মাথা ফাটলো বৃদ্ধের।অভিযোগের তীর প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

0
404

শীতল চক্রবর্তী হরিরামপুর 30 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-জমির খর কাটাকে কেন্দ্র করে বচসার জেরে মাথা ফাটলো বৃদ্ধের।অভিযোগের তীর প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর খুঁটি পুকুর গ্রামের।


পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পরিবারের দশ বছরের মেয়ে অনিশা খাতুন বাড়ির পাশে জমিতে খর আনতে গিয়েছিল,সেখানে প্রতিবেশ যুবক বাসেদ হোসেন খর নিতে বাধা দেয় বলে অভিযোগ।এরপর বাসেদ জুতো দিয়ে মারধর করে বছর দশের আনিসাকে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যদের আরো অভিযোগ, তাদের ছোট্ট মেয়েকে মারধরের প্রতিবাদ করায় তাদের বাড়ি ভাংচুরের পাশাপাশি পরিবারের বৃদ্ধ থেকে শুরু করে ছোট – বড় সবাইকে মারধর করে বাসেদ।

বাড়ি থেকে বেশ কিছু টাকা সহ সোনা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে অভিযোগকারীরা।ঘটনায় আহত হয় রুনা বিবি, আমেনা সরকার, আনিসা খাতুন, জয়নাল সরকার, আনসার আলী, মনিরুল ইসলাম সহ অন্যান্যরা।ঘটনার দিনই আহতদের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগকারীরা।ঘটনার বেশ কিছু দিন পার হয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না পুলিশ,পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here