হরিরামপুরে বন্ধ হয়ে যাওয়া ধোকলা শিল্প পুনরায় চালু করলেন মন্ত্রী বিপ্লব

0
362

হরিরামপুরে বন্ধ হয়ে যাওয়া ধোকলা শিল্প পুনরায় চালু করলেন মন্ত্রী বিপ্লব, খুশি এলাকাবাসী

শীতল চক্রবর্তী, হরিরামপুর ,২৫ নভেম্বর ,দক্ষিণ দিনাজপুর–বাম আমলে তৈরি , বহু দিন ধরে বন্ধ থাকা  তপশিলী মহিলা ক্ষুদ্র হস্ত ধোকরা শিল্পের পূর্ণর  উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রামে অবস্থিত ধোকরা শিল্পের  ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী।উদ্বোধন উপলক্ষে বস্ত্র দান করা হয় গ্রামের গরীব দুঃস্থ মানুষদের।যেখানে মন্ত্রী ছাড়াও মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট , ব্লকের বিডিও সহ আরো অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।বহু দিন বাদে মহিলাদের ক্ষুদ্র হস্ত শিল্প পুনরায় চালু হওয়ায় খুশি ঔ গ্রামের মানুষেরা।            দক্ষিণ দিনাজপুর জেলার  হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রামে বাম আমলে তৈরি হয়েছিল  ধোকরা শিল্পের  কারখানা। যার পর সেটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ধোকরা শিল্পের কারখানার  ওপরে নজর আসে বর্তমান কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্রের।  বিধানসভা নির্বাচনের  আগে বিপ্লব  মিত্র গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হরিরামপুরের বিধায়ক পদে কাজ করার সুযোগ পেলে ধোকরা শিল্প কে পুনরায় চালু করবেন ওই শিল্পকে। প্রতিশ্রুতির ওপর নজর দিয়েই বৃহস্পতিবার বিকালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈরহাট্টা গ্রামে  ধোকরা শিল্পের পুনরায় উদ্বোধন করেন। ফিতে কেটে জাঁকজমকভাবে করা হয় উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও , গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ হরিরামপুর ব্লকের প্রথম সারির নেতা নেতৃত্বরা। ধোকরা শিল্পের উদ্বোধন উপলক্ষে গ্রামের গরীব দুস্থ সাধারণ মানুষদের মধ্যে বস্তু বিতরণ করেন উদ্যোক্তারা। এ বিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, ভোটে দাঁড়ানোর সময় মানুষজনকে কথা দিয়েছিলাম প্রকল্পটি চালু করে দিয়ে নিজের খুব ভালো লাগছে। আমাদের সরকার চাইছে মানুষজনের জন্য সব সময় কাজ করতে, আগামীতেও করা হবে। পঞ্চায়েত প্রধান ও  উপ প্রধান জানিয়েছেন, বন্ধ হয়ে থাকে এমন একটি প্রকল্প চালু হওয়ায় অনেকটা উপকার হবে। ধন্যবাদ জানাই মন্ত্রী ও রাজ্য সরকারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here