গঙ্গারামপুর ও তপন থানা পুলিশের মাধ্যমে আটক হওয়া উটের মৃত্যুর ঘটনায় শোরগোল

0
389

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 22 অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-শীতের আমেজ পড়তেই পর্যাপ্ত পরিমাণে খাবার না পেয়ে মৃত্যু হল পুলিশের হস্তক্ষেপে থাকা উটের।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রতনপুর এলাকার। কয়েকদিন আগে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি উট পাচারের আগেই তা উদ্ধার করে থানার মাধ্যমে সেখানে রেখেছিল। হঠাৎ করে একটি উটের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।   

পুলিশি সূত্রে জানা গিয়েছে, গত ১২নভেম্বর গঙ্গারামপুর ও তপন থানার পুলিশ পাচারের আগেই উদ্ধার করে ১৪টি উটকে।কিছু দিন পার হওয়ার পরেই কয়েকটি উটের শারীরিক অবনতি ঘটতে থাকে বলে খবর। একেই শীতের আমেজ সেই সঙ্গে দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে খাবার না পেয়ে সোমবার মৃত্যু হয় একটি উটের বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের।যে খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।খবর দেওয়া হয় প্রাণী সম্পদ দপ্তরের।বর্তমানে প্রশাসনের তৎপরতায় হয়েছে উটের ময়নার তদন্তও।

 পশু প্রেমীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা বাকি উট গুলোকে রাজস্থানের জঙ্গলের ছেড়ে দেওয়ার জোরালো দাবি তুলেছেন। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here