তিওড়ের রক্তদান শিবিরে সংবর্ধনা জ্ঞাপন করোনা যোদ্ধাদের

0
388

তিওড়ের রক্তদান শিবিরে সংবর্ধনা জ্ঞাপন করোনা যোদ্ধাদের, চলল শীতবস্ত্র ও হুইচ চেয়ার বিলি

বালুরঘাট, ১৭ নভেম্বর —— রক্তদান শিবিরে সংবর্ধিত হলেন করোনা যোদ্ধারা। বিলি করা হল হুইল চেয়ার ও শীতবস্ত্রও। বুধবার একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে হিলির তিওর অগ্রণী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। যেখানে শারীরিক ভাবে অক্ষম দুই প্রতিবন্ধী ব্যক্তি শিবা মাহাতো ও অধির বর্মনকে হুইল চেয়ার এবং এলাকার অনাথ শিশুদের মধ্যে সোয়েটার বিলি করা হয়। এখানেই শেষ নয়, এদিনের এই অনুষ্ঠানে করোনার কঠিন পরিস্থিতিতে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন যে সকল আশা, নার্স ও পুলিশ কর্মীরা তাদের সকলকেই এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন হিলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক আকাশ সাহা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনামিকা বর্মন ,কৌশিক মাহাতো সহ ৫০ জনেরও অধিক তিওড় অগ্রণী সংঘের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। যারা রক্ত দান করেন তাদের প্রত্যেকের হাতে একটি করে মেহগনি গাছও তুলে দেওয়া হয়। অগ্রণী সংঘের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল বসাক, হিলি থানার আইসি গণেশ শর্মা, হিলি ব্লকের কৃষি অধিকর্তা আকাশ সাহা সহ বেশকিছু সমাজসেবীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here