গঙ্গারামপুর ব্লকের দমুঠা ১৭৪ ব্যাটেলিয়নের জওয়ানদের তরফে গ্রামবাসীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো-খুশি হয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা সহ সকলেই

0
299

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১২নভেম্বর দক্ষিণ দিনাজপুর।সীমন্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়তে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন বিএসএফের জওয়ানেরা। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দমুঠা ১৭৪ ব্যাটেলিয়নের জওয়ানেরা এমন অনুষ্ঠানের আয়োজন করে। বিএসএফের ডিআইজি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এমন অনুষ্ঠানে। অনুষ্ঠান দেখতে গ্রামবাসীদের ভীডও ছিল চোখে পড়ার মতো।   

  এদিন গঙ্গারামপুর ব্লকের দমুঠা ১৭৪ ব্যাটেলিয়নের জওয়ানদের তরফে গ্রামের সাধারণ মানুষদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে বিএসএফের উচ্চ পদাধিকারীরা উপস্থিত ছিলেন।এদিন দমুঠা ১৭৪ ব্যাটেলিয়নের জওয়ানেরা গ্রামের সাধারণ মানুষদের ক্যাম্পে নিয়ে আসেন।এরপর তাদের মাধ্যমে নাচ গান দিয়ে অনুষ্টানের সুচনা করা হয়। এর পরেই ফিটে কেটে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠানের সূচনা করেন বিএসএফের ডিআইজি শিব আধার শ্রীবাস্তব।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ডো গজেন্দ্র শর্মা,টু আইসি ধরমপাল সিমিক,ডক্টর টি শ্রীকৃষ্ণ সহ বহু বিএসএফ জওয়ানেরা সহ বহু গ্রামবাসীরা সেখানে উপস্থিত ছিলেন।এদিন বিএসএফের চিকিৎসক গ্রামের গরিব সাধারণ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে বিনামূল্যে ওষুধ বিলি করা হয় গ্রামবাসীদের মধ্যে।   

  সীমন্তবর্তী এলাকার গ্রামের মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়তেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন বিএসএফের ডিআইজি শিব আধার শ্রীবাস্তব। তিনি জানান, আগামী দিনের এমন অনুষ্ঠান করা হবে।

এদিন গ্রামবাসীরা অনুষ্ঠান দেখতে ভির করেছিল ব্যাপক পরিমাণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here