শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 09 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-সাতসকালে এলাকার নয়নজুলি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায় নয়নজুলিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম , প্রসেনজিৎ রায় (৩০) পেশায় কৃষক।গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল প্রসেনজিৎ। পরিবারের লোকেরা বহু খোঁজাখুঁজির করার পরেও পাওয়া যায়নি তাকে। মঙ্গলবার সকাল হতেই এলাকারই এক নয়নজুলিতে প্রসেনজিতের মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়,ঘটনার স্থলে ভিড় জমতে থাকে গ্রামবাসীদের। পরে গঙ্গারামপুর থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছেন।

তবে কি করে প্রসেনজিতের মৃত্যু হল তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি পরিবারের পাশাপাশি গ্রামের মানুষদের কাছে।
প্রসেনজিৎ এর মৃত্যুতে পরিবারসহ এলাকায় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।